দক্ষিণ কেরাণীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ গাড়ি সহ চারজন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ জামাল উদ্দিন (৩৯), মোঃ সাইফুল ইসলাম (২৮), মোঃ আক্তার হোসেন (২৮) ও সোহাগ (২৪)। এদের সকলেরই স্থায়ী ঠিকানা ভোলা ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় হলেও তারা বর্তমানে কেরাণীগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থান করছিলেন।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৩-১৬২২), তিনটি ধারালো দা, দুটি ছুরি, তিনটি চায়না দড়ি, একটি টর্চ লাইট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং ডাকাতির পরিকল্পনার সময় তাদের আটক করা হয়।
ঘটনার পর দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা (মামলা নং-২১, তারিখ-০৭/০৮/২০২৫ ইং, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড) রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত মোঃ জামাল উদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে ভোলা জেলার লালমোহন থানাসহ কেরাণীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় চুরি ও ডাকাতির মোট তিনটি মামলা রয়েছে। পুলিশের এই সাফল্য স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।
What's Your Reaction?






