আলীকদম বাজারে পরিচ্ছন্নতা সংকট: এক মাস ধরে বন্ধ কার্যক্রমে ব্যবসায়ীদের ক্ষোভ
বান্দরবানের আলীকদম বাজারে এক মাস ধরে পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ থাকায় বাজারে সৃষ্টি হয়েছে চরম বেহাল অবস্থা। প্রথম শ্রেণির এই বাজারে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত থাকলেও দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা অপসারণ না হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা কঠোর অবস্থানে যাওয়ার হুমকি দিয়েছেন।
বাজারের পরিচ্ছন্নতা কার্যক্রমের এমন স্থবিরতায় ক্ষোভ জানিয়ে আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক কাইছার উদ্দিন বাপ্পি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর খোলা চিঠি দিয়েছেন। সেখানে তিনি বাজার চৌধুরী আবু বক্করের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, বাজারে পরিচ্ছন্নতার জন্য দায়িত্বপ্রাপ্ত দুজন সুইপার থাকলেও গত এক মাসে কেউই কার্যক্রমে অংশ নেয়নি। বিষয়টি একাধিকবার চৌধুরীকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি তার অনুপস্থিতিতেও বিকল্প কোনো ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়নি।
বাজার ব্যবসায়ীদের অভিযোগ, প্রথম শ্রেণির বাজার হয়েও এখানে নির্দিষ্ট ময়লা ফেলার স্থান নেই। জেলা পরিষদ নিয়মিত ইজারা ও খাজনা সংগ্রহ করলেও উন্নয়ন ফান্ডের ২০ শতাংশ বাজেট বরাদ্দের বিপরীতে ১ শতাংশও বাস্তবায়িত হয়নি।
কাইছার উদ্দিন বাপ্পি বলেন, “বাজার চৌধুরীর অবহেলার কারণেই এই ভয়াবহ পরিস্থিতি। ব্যবসায়ীদের অনেকেই বলছেন, এই অবস্থার অবসান না হলে ইজারা ও খাজনা প্রদান বন্ধ করে দেওয়া হবে।”
ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, জেলা পরিষদ যদি দ্রুত হস্তক্ষেপ করে, তারা প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত। তবে অব্যবস্থাপনা অব্যাহত থাকলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে, যা পুরো বাজারের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে।
স্থানীয় প্রশাসন ও পরিষদ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
What's Your Reaction?
আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ