আত্রাইয়ে পুলিশের অভিযানে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

নওগাঁর আত্রাই থানাপুলিশ বিস্ফোরক মামলায় অভিযুক্ত দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শনিবার (১০ মে) তাদেরকে আদালতে পাঠানো হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম (৬০) এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (৪২)। তারা দুজনেই ঘোষপাড়া গ্রামের বাসিন্দা।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছিল। তদন্তের পর তাদের গ্রেপ্তার করা হয়।
What's Your Reaction?






