কাপ্তাইয়ে অবৈধ সিগারেট ও প্রাইভেটকার জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫৯ লাখ ১১ হাজার টাকার অবৈধ সিগারেট ও একটি প্রাইভেটকার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই ওয়াগ্গাছড়া জোনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী সিগন্যালসের নির্দেশে নায়েব সুবেদার মো. মাসুদ রানার নেতৃত্বে ব্যাটালিয়নের একটি দল ১ নম্বর জিপি গেট সংলগ্ন চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪ হাজার ৪৯০ প্যাকেট ‘প্যাট্রোন (UAE)’ সিগারেট, একটি আইফোন, একটি স্যামসাং মোবাইল, একটি টয়োটা করোলা প্রাইভেটকারসহ মো. হুমায়ুন কবীর চৌধুরী (৩৪) নামের একজনকে আটক করা হয়। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম মুসলিমপাড়া এলাকার বাসিন্দা।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫৯ লাখ ১১ হাজার টাকা বলে জানায় বিজিবি। জব্দ করা আসামি, প্রাইভেটকার ও অন্যান্য মালামাল কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?






