লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়: স্বামীর পাশেই শায়িত হচ্ছেন খালেদা জিয়া
লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানাজা শেষে তার মরদেহবাহী গাড়িটি বর্তমানে জিয়া উদ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টা ২ মিনিটে অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজ। এতে অংশ নিতে জনসমুদ্রে পরিণত হয় জানাজাস্থল। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের।
জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকসহ লাখ লাখ সাধারণ মানুষ অংশ নেন।
জানাজার ঠিক আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারাক্রান্ত কণ্ঠে তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
তারেক রহমান বলেন, তার মায়ের কাছে যদি কারও কোনো আর্থিক বা অন্য কোনো পাওনা থাকে, তবে যেন তার সঙ্গে যোগাযোগ করা হয়। এছাড়া, দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে তার মায়ের কোনো আচরণে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তবে তাদের কাছে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
জানাজা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে এখন তাকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে (চন্দ্রিমা উদ্যান) নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে স্বামীর কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ