ফরিদপুরে জেমসের কনসার্ট ঘিরে তুমুল বিশৃঙ্খলা: আহত অন্তত ২৫, বাতিল হলো অনুষ্ঠান

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 27, 2025 - 12:48
 0  2
ফরিদপুরে জেমসের কনসার্ট ঘিরে তুমুল বিশৃঙ্খলা: আহত অন্তত ২৫, বাতিল হলো অনুষ্ঠান

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসবে নগর বাউল খ্যাত জেমসের সংগীতানুষ্ঠান ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠানস্থলে প্রবেশ নিয়ে বহিরাগতদের সাথে আয়োজকদের সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় আয়োজক কমিটি।

জানা গেছে, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির ১৮৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ শুক্রবার সারাদিন নানা আয়োজনের পর রাতে ছিল র‍্যাফেল ড্র এবং সবশেষে জেমসের কনসার্ট। জেমসের গান সরাসরি দেখার জন্য সাধারণ দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উন্মাদনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেমসের অনুষ্ঠান শুরুর ঠিক আগমুহূর্তে বহিরাগতরা অনুষ্ঠানস্থলে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় আয়োজকরা তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বহিরাগতরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে অনুষ্ঠানে বিঘ্ন ঘটে। জিলা স্কুলের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে বিক্ষুব্ধরা পিছু হটতে বাধ্য হয়। তবে ইট-পাটকেলের আঘাতে স্কুলের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীসহ প্রায় ২৫ জন আহত হন।

পরিস্থিতির অবনতি ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন। তিনি জানান, ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের পরিবেশনা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান হতাশা প্রকাশ করে বলেন, “জেমসের অনুষ্ঠানটি সফল করার জন্য আমাদের সব ধরণের প্রস্তুতি ছিল। কিন্তু কারা, কী কারণে এই হামলা চালাল তা আমাদের বোধগম্য নয়। তাদের ছোঁড়া ইটের আঘাতে আমাদের স্কুলের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ও জেলা প্রশাসনের নির্দেশে আমরা অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই উৎসব শুক্রবার রাতে জেমসের গানের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে শেষ হওয়ার কথা থাকলেও, এই সংঘর্ষের ঘটনায় উৎসবের সমাপ্তি ঘটে বিষাদের মধ্য দিয়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow