আত্রাইয়ে আ’লীগ নেতা শুকুর সরদার গ্রেফতার
নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শুকুর সরদার (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি নেতার দায়ের করা মামলায় মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার শুকুর সরদার উপজেলার বান্দাইখাড়া গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম জানান, গত ১৪ জুলাই বিএনপি নেতা আবুল হোসেন বাদী হয়ে মারপিট, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে শুকুর সরদারের সম্পৃক্ততা পাওয়া গেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, বুধবার দুপুরে শুকুর সরদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ