বেরোবিতে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Nov 12, 2025 - 21:06
 0  2
বেরোবিতে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্তর প্রদক্ষিণ করে আবার মূল ফটকে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল রাকিব মুরাদ বলেন, “জুলাই অভ্যুত্থানের পরাজিত শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলব।”

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “দেশকে অস্থিতিশীল করার নতুন পায়তারা শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।”

রাইসুল ফারিদ বলেন, “যে কোনো অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলবে।”

মিছিল শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন এবং ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত শহীদ আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক। ১৬ জুলাই পুলিশের গুলিতে তাঁর মৃত্যু ছাত্র আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দেয়। পরবর্তীতে জনগণের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৪ পর্যন্ত সহিংসতায় ১৪০০ জনের বেশি নিহত হন।

এরপর নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নতুন করে নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠেছে। দলটি ১৩ নভেম্বর সারাদেশে ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে।

এদিকে আওয়ামী লীগের ঘোষিত এ কর্মসূচিকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “গত ১১ দিনে ১৫ স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ এবং ৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তবে ১৩ নভেম্বর নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা সবাই মিলে এটি প্রতিহত করব।”

এর আগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৩ অক্টোবর জানায়, ২০২৪ সালের আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের তারিখ ১৩ নভেম্বর নির্ধারণ করা হবে।

এ ঘোষণার পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow