১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ওইদিন রাজধানীতে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৩ নভেম্বরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। তারা সর্বোচ্চ প্রস্তুতিতে থাকবে। আমরা নিশ্চিত করছি—পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আতঙ্কের কোনো কারণ নেই।”
তিনি আরও বলেন, “বৈঠকে বড় পরিসরে আলোচনা হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করেছি—সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। এতে নিরাপত্তা আরও নিশ্চিত হবে।”
সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অনেকে অভিযোগ করেন, সন্ত্রাসীরা সহজে জামিন পেয়ে যায়। আমরা বিচার বিভাগ সংশ্লিষ্টদেরও অনুরোধ করবো যেন এসব অপরাধী সহজে জামিন না পায়।”
এর আগে, ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা দেয় নিষিদ্ধ আওয়ামী লীগ, যা সরকারের পক্ষ থেকে বেআইনি ও উসকানিমূলক বলে বিবেচিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, ওইদিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে।
What's Your Reaction?
নিউজ ডেস্কঃ