শিক্ষায় ‘দয়ার নম্বর’ বন্ধ, তাই কমেছে পাসের হার - মাউশি মহাপরিচালক

পরীক্ষায় শিক্ষার্থীদেরকে ‘ওভার মার্কিং’ বা দয়া করে অতিরিক্ত নম্বর দেওয়ার চর্চা বন্ধ করায় এ বছর পাসের হার কমেছে। এখন থেকে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও যোগ্যতার ভিত্তিতেই নম্বর পাবে।
সোমবার (২৫, আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় এই যুগান্তকারী মন্তব্য করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
তিনি বলেন, "আমরা শিক্ষার্থীদের দয়া করে মার্ক দেওয়া বন্ধ করেছি। শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান ও যোগ্যতার ভিত্তিতেই পরীক্ষার নম্বর পাবে। এ কারণেই এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধার সঠিক মূল্যায়ন করা হয়েছে।"
এদিকে, সভায় সভাপতিত্বকারী বিএনপি নেতা মীর সরফত আলী সপু পূর্ববর্তী সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করেন। স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তিনি বলেন, "বিগত ফ্যাসিস্ট আমলের শিক্ষামন্ত্রী দীপু মনি এ দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারেই ধ্বংস করে দিয়েছেন।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা আসরিন, খাহ্রা কলেজের অধ্যক্ষ আজিজুল ইসলাম, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওয়াহিদুল রহমান এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে অতিথিরা বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ঐতিহাসিক বাড়ি পরিদর্শন করেন। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক এএসএম আমানউল্লাহও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থার গুণগত মান ফেরাতে সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






