সম্মানের দেয়ালে যখন মিথ্যার আঁচড়, 'ঢাল' হয়ে দাঁড়ালেন স্ত্রী।

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Aug 26, 2025 - 07:37
 0  9
সম্মানের দেয়ালে যখন মিথ্যার আঁচড়, 'ঢাল' হয়ে দাঁড়ালেন স্ত্রী।

কখনো দৃঢ়, কখনো কান্নাভেজা কণ্ঠ। টেবিল চাপড়ে হুঁশিয়ারি, আবার কখনও স্বামীর দীর্ঘ রাজনৈতিক জীবনের সততার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত। এভাবেই একাই লড়লেন মাকসুদা সুলতানা পপি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের অদৃশ্য শত্রুর ছোঁড়া মিথ্যার তীরে যখন বিদ্ধ হচ্ছিলেন স্বামী, আলফাডাঙ্গার সাবেক মেয়র আলী আকসার ঝন্টু, তখন আর নীরব থাকতে পারেননি তিনি। সোমবার (২৫ আগস্ট) বিকেলে নিজের বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অপপ্রচারের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠলেন এই নারী।

ঘটনার সূত্রপাত গত ২২ আগস্ট। 'HUMAIRA' নামের একটি পরিচয়হীন ফেসবুক আইডি থেকে সাবেক মেয়র আলী আকসার ঝন্টু ও তার পরিবারকে লক্ষ্য করে একের পর এক কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন পোস্ট দেওয়া শুরু হয়। সেই ডিজিটাল বিষবাষ্পের বিরুদ্ধেই মাকসুদা সুলতানা পপি তার বলিষ্ঠ অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এই আইডি থেকে আমার স্বামী ও আমাদের পরিবারকে নিয়ে যে নোংরা মিথ্যাচার চালানো হচ্ছে, তা কেবল চরিত্রহনন নয়, এটি একটি পরিকল্পিত সামাজিক হত্যাকাণ্ড। এমন সব কাল্পনিক ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে, যার মাধ্যমে আমাদের দীর্ঘদিনের অর্জিত সম্মান, সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র চলছে।"

স্বামীর সততার পক্ষে কথা বলতে গিয়ে দৃঢ়কণ্ঠে পপি বলেন, "আমার স্বামী আলী আকসার ঝন্টু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততার মূর্ত প্রতীক ছিলেন। মেয়র থাকাকালীন তিনি আলফাডাঙ্গার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। কোনো দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ড তাকে স্পর্শ করতে পারেনি। যারা আজ মিথ্যাচার করছে, তারা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত।"

এই পরিকল্পিত অপপ্রচারের পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন। ক্ষোভের সাথে তিনি বলেন, "যারা রাজনীতির মাঠে সৎভাবে আমার স্বামীর মোকাবেলা করতে পারেনি, তারাই এখন পর্দার আড়ালে থেকে কাপুরুষের মতো নোংরা খেলায় মেতেছে। তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। কিন্তু আলফাডাঙ্গার মানুষ এত বোকা নয়। তাদের এই হীন প্রচেষ্টা সফল হবে না।"

শুধু প্রতিবাদ জানিয়েই থেমে থাকেননি তারা। ইতিমধ্যে এই সাইবার অপরাধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান মাকসুদা সুলতানা পপি। "আমরা গত ২৪ আগস্ট আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০২৯) দায়ের করেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করি, প্রশাসন দ্রুত এই চক্রান্তের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনবে।"

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, "আমরা অভিযোগটি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছি। জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ফেসবুক আইডির উৎস এবং এর পেছনের ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। অপরাধী যেই হোক, তাকে আইনের মুখোমুখি হতে হবে।"

এই ঘটনাকে কেন্দ্র করে আলফাডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মাঝেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকেই ধারণা করছেন, এই অপপ্রচার স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের জন্ম দিতে পারে।

সংবাদ সম্মেলনের শেষে মাকসুদা সুলতানা পপি আলফাডাঙ্গার জনগণকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং এই দুঃসময়ে সত্য প্রকাশে এগিয়ে আসার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow