মধুখালীতে ‘কেতুর মোড়’ নামকরণের পেছনের ইতিহাস

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি
May 23, 2025 - 13:46
May 23, 2025 - 14:08
 0  5
মধুখালীতে ‘কেতুর মোড়’ নামকরণের পেছনের ইতিহাস

ফরিদপুরের মধুখালী পৌরসভার অন্তর্গত ভাটিকান্দি মথুরাপুর এলাকায় ‘কেতুর মোড়’ নামক জায়গার পেছনে রয়েছে একটি দীর্ঘ ইতিহাস। সময়ের পরিক্রমায় গড়ে ওঠা এই জনবহুল মোড়টি আজ স্থানীয় মানুষের কাছে একটি পরিচিত বাণিজ্যকেন্দ্র।

জানা যায়, ভাটিকান্দি মথুরাপুর গ্রামের সুকুর সিংহ রায় (৪৯) প্রথম তার নিজস্ব জমিতে একটি চায়ের দোকান স্থাপন করেন। সেই দোকানকে কেন্দ্র করে ধীরে ধীরে গড়ে ওঠে অন্যান্য দোকানপাট এবং বাড়তে থাকে জনসমাগম। কিছুদিন পর দোকানটি সুকুমার অন্য এক ব্যক্তির কাছে ভাড়া দিয়ে দেন।

এরপর সুকুর সিংহ রায়ের চাচাতো ভাই সুনিল সিংহ রায়, যিনি এলাকায় ‘কেতু’ নামে পরিচিত, তিনি নিজ জমিতে একটি মুদি ও চায়ের দোকান চালু করেন। তার উদ্যোগ ও উপস্থিতির কারণে এলাকার লোকজন মোড়টির নাম দেন ‘কেতুর মোড়’।

বর্তমানে ওই মোড়ে প্রায় ১৫টি দোকান নিয়মিত ব্যবসা পরিচালনা করছে। স্থানীয়দের মতে, প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সেখানে ক্রেতাদের ব্যাপক ভিড় থাকে। রাস্তার দুই পাশেও বসে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ছোট ছোট দোকান।

এই মোড়কে কেন্দ্র করে আশপাশের আটটি গ্রামের নারী-পুরুষ প্রতিদিন বাজার করতে আসেন বলে জনশ্রুতি রয়েছে। স্থানীয়ভাবে এটি এখন শুধু একটি বাজার নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সামাজিক মিলনস্থল হিসেবেও বিবেচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow