ভূমি উন্নয়নে সচেতনতা বাড়াতে শ্রীনগরে ভূমি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
May 25, 2025 - 12:49
 0  7
ভূমি উন্নয়নে সচেতনতা বাড়াতে শ্রীনগরে ভূমি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

"নিয়মিত ভূমি উন্নয়ন প্রদান করি, নিজের জমি সুরক্ষা করি"—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক আলোচনা সভা।

রবিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা সহকারী ভূমি কার্যালয়ে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনের পরপরই এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, ভূমি সংক্রান্ত নানা সেবা সহজীকরণ ও জনসাধারণকে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow