শ্রীনগরে খাল দখল-দূষণের মহোৎসব, অস্তিত্ব হারাচ্ছে বালাশুর বানিয়াবাড়ি খাল

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 25, 2025 - 17:52
 0  20
শ্রীনগরে খাল দখল-দূষণের মহোৎসব, অস্তিত্ব হারাচ্ছে বালাশুর বানিয়াবাড়ি খাল

একসময় ভাটিয়ালি সুরে ভেসে যাওয়া কিংবা সেচের পানিতে উর্বরতা আনা—এমনই ছিলো মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর বানিয়াবাড়ি শাখা খালের পরিচিতি। অথচ আজ খালটি দখল ও দূষণের করালগ্রাসে কার্যত মৃতপ্রায়। চারপাশের প্রভাবশালীরা ভরাট করে তুলছেন পাকা স্থাপনা, আবর্জনায় ভরাট হচ্ছে খালের বুক। ফলে হারিয়ে যাচ্ছে খালের স্বাভাবিক জলপ্রবাহ, ভেঙে পড়ছে এলাকার জলজ প্রাণ ও পরিবেশের ভারসাম্য।

সরেজমিনে দেখা গেছে, উত্তর বালাশুর বানিয়াবাড়ি শাখা খালের বিভিন্ন অংশে ভয়াবহ দখল আর দূষণের চিত্র। বিশেষ করে উত্তর বালাশুর খালপাড়া এলাকায় বাদশা, লাকু সিপাই, হযরত শরিফ, আলী আকবর, লালমিয়া শিকদার ও সাব্বির আকনসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি খালের দুইপাশ ভরাট করে স্থাপনা নির্মাণ করেছেন। এতে খালের পানি প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

খালে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা এবং খাল ভরাটের কারণে এটি ক্রমেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারি না থাকায় দখলদাররা বছরের পর বছর ধরে এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হোক। একইসঙ্গে নিয়মিত নজরদারি জোরদার করে ভবিষ্যতে দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow