পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে পথসভা ও স্মারকলিপি প্রদান

প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতকরণ এবং চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে পথসভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় নতুন পৌরসভা সড়ক থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
“ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ” পিরোজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাজী মুজিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সৈয়দ মো. মোহসিনুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, পিরোজপুর।
সভায় বক্তব্য দেন আইডিবি পিরোজপুর জেলা শাখার সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রাব্বানী ফিরোজ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মো. আবদুল ওয়াদুদ, আইডিবি সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষাক্রম ও পেশাজীবীদের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে।
দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—সরকার নির্ধারিত দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ কেবল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ নির্ধারণ, উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩% থেকে বৃদ্ধি করে ৫০% করা।
পথসভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
What's Your Reaction?






