আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 25, 2025 - 17:59
 0  1
আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে এ লটারির আয়োজন করা হয়।

উপজেলার ১৪টি পয়েন্টের জন্য মোট ৪৩ জন প্রার্থী আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১২ জনের আবেদন বাতিল করে অবশিষ্ট ৩১ জন বৈধ প্রার্থীর মধ্যে থেকে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ১৪ জনকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।

ডিলার নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার পয়েন্টে বাহাদুর, ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি হাট পয়েন্টে রণি মৃধা ও কাশিয়াবাড়ি স্লুইসগেট পয়েন্টে সাহাজান আলী খাঁন, বিশা ইউনিয়নের ভাঙ্গা জাঙ্গাল বাজার পয়েন্টে রবিউল ইসলাম, মনিয়ারী ইউনিয়নের নওদুলী বাজার পয়েন্টে শফিকুল সরদার ও পতিসর বাজার পয়েন্টে মজনুর রহমান, আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর বাজার পয়েন্টে তারিকুল ইসলাম ও সিংসাড়া বাজার পয়েন্টে ফারুক প্রামাণিক, কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার পয়েন্টে সালমান ও সামসুর, হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার পয়েন্টে রাসাদুজ্জামান ও সুমন এবং সাহাগোলা ইউনিয়নের সাহাগোলা রেল-স্টেশন পয়েন্টে আজাদ সরদার ও ভবানীপুর বাজার পয়েন্টে আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাইয়ের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। তিনি বলেন, “সুষ্ঠু ও স্বচ্ছতার মাধ্যমেই ডিলার নির্বাচন করা হয়েছে। আশা করি নতুন ডিলাররা সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, আত্রাই থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর, আত্রাই প্রেসক্লাবের প্রচার সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন জানায়, নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিগগিরই সরকার নির্ধারিত বিভিন্ন পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রি কার্যক্রম শুরু করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow