ফরিদপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে আলিপুর গোরস্থানের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং ডাস্টবিন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক আলমাছ বেপারী, সাজ্জাদ হোসেন, মামুন ফরাজী, শেখ খসরুল আলম এবং সদস্য শেখ মুসা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার পর থেকেই দল সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জয়লাভ করতে হলে বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নামে মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তিরও দাবি জানান।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে ডাম্পিং নির্মাণ ও আইল্যান্ডের উপর বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশস্থলে এসে উপস্থিত হয়।
What's Your Reaction?






