ভাঙ্গায় হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে ইউএনও: ভোররাতে শীতবস্ত্র বিতরণ

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jan 4, 2026 - 18:33
 0  5
ভাঙ্গায় হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে ইউএনও: ভোররাতে শীতবস্ত্র বিতরণ

ফরিদপুরের ভাঙ্গায় গত কয়েকদিন ধরে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো এই শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই শীতার্ত অসহায় মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আবু-জাহের।

রোববার (৪ জানুয়ারি) কাকডাকা ভোরে যখন চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন, তখন শীতবস্ত্র নিয়ে ছিন্নমূল মানুষের দোরগোড়ায় হাজির হন তিনি। হাট-বাজারের ভাসমান মানুষ, খেটে খাওয়া শ্রমিক এবং রাস্তাঘাটে ঘুমানো অসহায়দের খুঁজে খুঁজে তাদের গায়ে জড়িয়ে দেন পরম মমতার কম্বল। প্রশাসনের পক্ষ থেকে আকস্মিক এই উপহার পেয়ে শীতার্ত মানুষগুলো যেমন বিস্মিত হয়েছেন, তেমনি প্রকাশ করেছেন গভীর কৃতজ্ঞতা।

জানা যায়, গত কয়েকদিন ধরে ভাঙ্গাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় গত কয়েকদিন সূর্যের দেখা মিলছে না বললেই চলে। কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে এ জনপদের ছিন্নমূল শিশু ও বয়োবৃদ্ধরা। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

ভোর থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই বিতরণ কার্যক্রম। রাস্তার পাশের ভাসমান মানুষ ছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় গিয়েও এতিম শিশু ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এ সময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রশাসনের এমন জনকল্যাণমূলক কাজ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow