ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jan 4, 2026 - 22:23
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দৌরাত্ম্য ও কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে কালোবাজারি মুক্ত রেলওয়ে স্টেশনের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র সদস্যরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চরম অনিয়ম ও কালোবাজারি চলে আসছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় কালোবাজারিরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে টিকিট কালোবাজারির প্রতিবাদ করায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র সদস্য মকবুল আহমেদ মারুফের ওপর অতর্কিত হামলা চালায় কালোবাজারি চক্র।

বক্তারা অবিলম্বে এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে সম্পূর্ণ কালোবাজারি মুক্ত করে সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র সদস্য সাবের হোসেন ও আরিফ বিল্লাহ আজিজি, সাংস্কৃতিক কর্মী ফাহিম মুনতাসির এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উদয় রেজা প্রমুখ।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow