নওগাঁয় ৭৬ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আনুমানিক মূল্য ৩৮ লাখ টাকা

নওগাঁর পোরশা উপজেলার দেউলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সহকারী পরিচালক বিজিডিও ৩১৪ এডি রবিউল ইসলাম, পিবিজিএমএস-এর নেতৃত্বে বিশেষ টহল দলের সদস্যরা নিতপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৩১ হতে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত দেউলিয়া এলাকায় এ অভিযান চালান।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মূর্তিটি মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তিটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
What's Your Reaction?






