নওগাঁয় রাষ্ট্র সংস্কারে নাগরিক ভাবনায় সুজনের গোলটেবিল বৈঠক

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 14, 2025 - 23:21
 0  4
নওগাঁয় রাষ্ট্র সংস্কারে নাগরিক ভাবনায় সুজনের গোলটেবিল বৈঠক

গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে নওগাঁয় অনুষ্ঠিত হলো ‘রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক। বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের হলরুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক এ কে সাজু, সহ-সভাপতি সাইফুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী, সাবেক অধ্যাপক জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাবির উদ্দিন, সাংবাদিক কায়েস উদ্দিন ও ফরিদুল করিম ফরিদ।

গোলটেবিল বৈঠকে সুজনের নওগাঁ জেলা কমিটির সদস্য, ছাত্র-শিক্ষক, আইনজীবী, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow