আলফাডাঙ্গায় জাতীয় ঈদগাহর আদলে দৃষ্টিনন্দন মিনার নির্মাণ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
May 27, 2025 - 19:46
 0  10
আলফাডাঙ্গায় জাতীয় ঈদগাহর আদলে দৃষ্টিনন্দন মিনার নির্মাণ

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় ঈদগাহর আদলে নির্মিত দৃষ্টিনন্দন মিনারের কাজ শেষের পথে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের সক্রিয় তদারকি ও উদ্যোগেই এ কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি আলফাডাঙ্গা উপজেলার মধ্যে সবচেয়ে নান্দনিক মিনার হিসেবে পরিচিতি পাবে।

গত ২৪ এপ্রিল নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন ইউএনও রাসেল ইকবাল। এর পর থেকে তিনি নিয়মিত পরিদর্শন ও তদারকি চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ মে) দুপুরে নির্মাণকাজ পরিদর্শনে যান তিনি। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. রাহানুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী জাকারিয়া আলম, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি কুতুবউদ্দিন ফরিদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

পৌরসভার অর্থায়নে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মিনারটি। জানা গেছে, ১৫০ শতাংশ জমির ওপর অবস্থিত এ ঈদগাহ মাঠটি আলফাডাঙ্গা উপজেলার সর্ববৃহৎ ঈদগাহ। প্রতি ঈদে এখানে ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজারো মুসল্লি নামাজ আদায় করেন। এছাড়া পার্শ্ববর্তী বোয়ালমারী, কাশিয়ানী, মোহাম্মদপুর ও লোহাগাড়া থেকেও বিপুল সংখ্যক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

প্রতি ঈদে এই মাঠে আবাল-বৃদ্ধ-বনিতা সকল শ্রেণির মুসল্লিরা সমবেত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মুনাজাতে অংশ নেন। প্রতিবছর মুসল্লির সংখ্যা ক্রমেই বাড়ছে।

কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ও ইউএনও রাসেল ইকবাল বলেন, “জাতীয় ঈদগাহর আদলে নির্মিত এই মিনারটি আলফাডাঙ্গা উপজেলার গর্ব হয়ে উঠবে। আমরা আশাবাদী, আসন্ন ঈদের আগেই এর নির্মাণ কাজ শেষ হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow