শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন দুই উপদেষ্টা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলায় “শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের বাস্তব কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথিদের আসন অলংকৃত করেন উপদেষ্টা দুজন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টাদের ফুলেল শুভেচ্ছা ও বরণ জানান।
উপদেষ্টারা উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন, পরিবেশ সুরক্ষা ও জনগণের জীবনমান উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






