বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ সেমিনার অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Aug 26, 2025 - 18:51
 0  0
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ সেমিনার অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে নবীন শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরিবহন ছাউনিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সেমিনারে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “একাডেমিক নিয়মনীতি মেনে চলা, সততা বজায় রাখা, নিয়মিত ক্লাস করা এবং পরীক্ষায় অংশগ্রহণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে ক্যাম্পাস জীবনের শুরু থেকেই ক্যারিয়ার গঠনে সচেষ্ট হতে হবে।”

উপাচার্য আরও জানান, র‌্যাগিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। শিক্ষার্থীরা যদি কোনো বৈষম্য বা র‌্যাগিংয়ের শিকার হন তবে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow