মাগুরার শ্রীপুরে গঙ্গা-কপোতাক্ষ কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া-কমলাপুর গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সোমবার (৫ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানা ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সভাপতি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী খান জিন্নাহ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়াদ্দার, নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফখরুদ্দিন বিশ্বাস মিজান, ৬ নং কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খান, এবং কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবু জাফর।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মুহাম্মদ জাহিদ হোসেন খান, মো. মহিবুর রহমান, কামরুল হাসান, রবিউল হাসান, শিক্ষক প্রতিনিধি বিশ্বনাথ সরকার, মোছাঃ আইরিন নাহার, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিউল হাসান রাজন প্রমুখ।
এছাড়া, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস.এম. নায়েব আলী এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুসাফির নজরুল। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন।
এ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা নবগঠিত পরিচালনা পর্ষদকে তাদের সমর্থন জানিয়ে কলেজের উন্নয়নে একযোগ কাজ করার আহ্বান জানান।
What's Your Reaction?






