ধ্বংসপ্রাপ্ত ঘোষেরহাট ব্রিজে ৯ বছরেও হয়নি সংস্কার, ভোগান্তিতে শিক্ষার্থী-রোগী-ব্যবসায়ী

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
May 5, 2025 - 18:19
 0  3
ধ্বংসপ্রাপ্ত ঘোষেরহাট ব্রিজে ৯ বছরেও হয়নি সংস্কার, ভোগান্তিতে শিক্ষার্থী-রোগী-ব্যবসায়ী

জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারের একমাত্র সংযোগ সেতু দীর্ঘ প্রায় ৯ বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে এখনো তা সংস্কার বা পুনঃনির্মাণ হয়নি। এতে করে প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ ও রোগীকে চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। তবে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় বাজারটি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, হারাতে বসেছে তার পুরনো ঐতিহ্য ও বাণিজ্যিক প্রাণচাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের মাঝামাঝি সময়ে একটি বালুভর্তি বলগেট জাহাজ সেতুটিকে ধাক্কা দিলে ব্রিজটির দক্ষিণ অংশ আংশিক ভেঙে যায় এবং পশ্চিম দিকে হেলে পড়ে। কয়েক মাসের মধ্যেই দক্ষিণাংশ পুরোপুরি ধসে পড়ে। তখন থেকেই এলাকাবাসীর উদ্যোগে সুপারি গাছ ও কাঠের মাধ্যমে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়, যাতে অন্তত মানুষ হেঁটে পার হতে পারে। তবে যানবাহনের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে এই ব্রিজ।

এই সেতুই ছিল মোড়েলগঞ্জ, মোংলাসহ পার্শ্ববর্তী এলাকার সঙ্গে ঘোষেরহাট বাজারের একমাত্র সড়ক যোগাযোগের মাধ্যম। ফলে আগে মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা, পিকআপ, এমনকি অ্যাম্বুলেন্সও এই ব্রিজ দিয়ে চলাচল করত। বর্তমানে সেগুলো বন্ধ থাকায় দূরদূরান্তের ব্যবসায়ীরা আর বাজারে আসেন না। এতে বাজারটি ক্রেতাশূন্য হয়ে পড়েছে এবং বহু ব্যবসায়ী প্রতিদিন লোকসান গুনছেন।

বাজারের ব্যবসায়ীসহ ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

ঘোষেরহাট বাজার এলাকার ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম আকন বলেন, “ব্রিজটি সংস্কার বা পুনঃনির্মাণের জন্য আমরা বহুবার চেয়ারম্যানের কাছে গিয়েছি। তিনি আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি হয়নি।”

এ বিষয়ে ইন্দুরকানি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, “পরিষদের সীমিত বাজেটে এ ধরনের বড় ব্রিজ নির্মাণ সম্ভব নয়। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। আগামী বাজেটে একটি আরসিসি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি পাওয়া গেছে। আশা করছি, ভালো মানের একটি সেতু নির্মাণ হবে। তবে সে পর্যন্ত এলাকাবাসীকে ধৈর্য ধরতে হবে।”

উল্লেখ্য, প্রায় এক দশক ধরে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করা এই সেতু এখন জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তাঁরা অবিলম্বে ব্রিজটির সংস্কার বা পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow