ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 30, 2025 - 20:44
 0  3
ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) কেন্দ্রীয় সহ-সভাপতি জাহিদুর রহমানের নির্দেশে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শ্রীনগর উপজেলার ডাকবাংলো মোড় থেকে ছনবাড়ী পর্যন্ত গিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেন প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখে। পরে তারা মাওয়ামুখী লেনও অবরোধ করেন।

অবরোধের কারণে যান চলাচলে সাময়িক ভোগান্তি দেখা দেয়। তবে প্রশাসনের অনুরোধে নেতারা সরে দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ সময় উপস্থিত ছিলেন—মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সেতু, উপজেলা সভাপতি আহসান হাবীব শ্যামল, সাধারণ সম্পাদক জাহিদ আহাম্মেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow