থানচিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

বান্দরবানের থানচিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় কোমলমতি শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক খেমংথুই মারমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাহ্লাচিং মারমা, প্রেস ক্লাব সভাপতি অনুপম মারমা ও প্রধান শিক্ষক চশৈউ মারমা।
বক্তারা বলেন, “শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও স্থানীয় সমাজপতিদের সমন্বয় সাধনের মাধ্যমে বিদ্যালয়গুলোতে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এই আয়োজনে অংশ নিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
What's Your Reaction?






