আন্তর্জাতিক থ্যালেসেমিয়া দিবসে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

জোবায়ের সাকিব, জেলা প্রতিনিধি, ঢাকাঃ
May 11, 2025 - 08:43
 0  15
আন্তর্জাতিক থ্যালেসেমিয়া দিবসে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

আন্তর্জাতিক থ্যালেসেমিয়া দিবস উপলক্ষ্যে আজ শনিবার (১০ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (BTPWA) এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব প্রফেসর ডা. বেলায়েত হোসেন। তিনি তার বক্তব্যে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের বিষয়ে জোর দিয়ে বলেন, "হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া বাহক শনাক্ত করা এবং বাহক দম্পতির মধ্যে বিবাহ বন্ধ করাই রোগ প্রতিরোধের সহজ উপায়। তদুপরি, গর্ভস্থ ভ্রূণের প্রি-ন্যাটাল ডায়াগনোসিস পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে অনাগত সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নেবে কি না।"

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ডা. এবিএম ইউনুস, প্রফেসর ডা. একেএম আমিরুল মোরশেদ খসরু, প্রফেসর ডা. মোঃ আনোয়ারুল করিম, ডা. তাসনিম আরা, প্রফেসর ডা. রেজাউল করিম কাজল এবং ডা. আদনান হাসান মাসুদ।

সংবাদ সম্মেলনে নতুন সংগঠনের পক্ষ থেকে সভাপতি কামরুন নাহার মুকুল সরকারের কাছে মোট ৮ দফা দাবি তুলে ধরেন। তিনি উপস্থিত সবাইকে অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow