আশুলিয়ার জামগড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 1, 2025 - 18:02
 0  3
আশুলিয়ার জামগড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আশুলিয়ার জামগড়া এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শামিম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলার সদর থানার বল্লারটোপ গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। সে আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকায় ভাড়া থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। তিনি বলেন, অভিযানে শামিম শেখের কাছ থেকে একটি পুরাতন পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি স্টিলের ধারালো চাপাতি, লোহার লম্বা দা, দ্বিমাথা ধারালো ভাইকিং কুড়াল, দুটি ধারালো ছুরি, একটি মোটরসাইকেলের পুরাতন চেইন ও কালো কভারযুক্ত লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শামিম শেখ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি করছিল। তার বিরুদ্ধে আশুলিয়া থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় দায়েরকৃত মামলায় (নং-১০৩) তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মামলার অন্য পলাতক আসামি মোঃ স্বপন (৩৪), বাবু ওরফে কালা বাবু (৩৫) ও জুনায়েদ হোসেন ওরফে জুনুকে (২২) গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে, রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনায় রিমান্ডে থাকা শীর্ষ সন্ত্রাসী বাপ্পির দেয়া তথ্যের ভিত্তিতে সাভারের রেডিও কলোনি এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow