আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Oct 11, 2025 - 22:50
 0  2
আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলার বড় শিমলা ফুটবল মাঠে বড় শিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়।

বড় শিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল জলিল মন্ডলের সভাপতিত্বে ও মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে কাজ করছি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, যা মানুষের কল্যাণে কাজ করতে শেখায়। আমাদের মূল লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা ও এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখা।”

তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই আমাদের রাজনীতির উদ্দেশ্য। সমাজের শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার মধ্য দিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. ওসমান গণি, ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. হাছান আলী, নায়েবে আমীর মো. শওকত হোসেন ও চক শিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow