মাগুরায় খালে ডুবে একই পরিবারের তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Oct 11, 2025 - 22:46
 0  3
মাগুরায় খালে ডুবে একই পরিবারের তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে খালে গোসল করতে গিয়ে একই সঙ্গে তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৯) এবং মো. তারিকুলের মেয়ে তানহা (৯)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তিন শিশু একসঙ্গে খালে গোসল করতে যায়। খালের গভীর পানি ও স্রোতের কারণে তারা একে একে তলিয়ে যায়। খালে পাট ধোয়ার কাজে ব্যস্ত কয়েকজন শ্রমিক প্রথমে এক শিশুকে ডুবে যেতে দেখে ছুটে আসে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তিনজনকেই উদ্ধার করা হয়।

দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুর রহমান তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় চাপাতলা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের পরিবারসহ পুরো এলাকাজুড়ে এখন শোক ও বিষাদের নিস্তব্ধতা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow