ফরিদপুর বিভাগ আয়োজিত ‘ডিস্ট্রিবিউটর সমাবেশ’ অনুষ্ঠিত

শরীয়তপুরের নাওডোবা পদ্মা ভ্যালি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম-ব্লু ফরিদপুর বিভাগের উদ্যোগে আয়োজিত “ডিস্ট্রিবিউটর সমাবেশ”। শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী এ অনুষ্ঠানটি পদ্মা সেতু দক্ষিণ থানার মনোরম পরিবেশে সম্পন্ন হয়।
প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আবুল খায়ের মুন্সী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনির ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী জনাব মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিভাগের সমন্বয়কারী জনাব জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন শরীয়তপুর জেলার সমন্বয়কারী জনাব রাসেল মিয়া, ফরিদপুর জেলার সমন্বয়কারী জনাব আবুল খায়ের মুন্সী, মাদারীপুর জেলার সমন্বয়কারী জনাব জয়নাল মিনা, পিএসডি ফোরামের সদস্য ও ফরিদপুর জেলা প্রতিনিধি জনাব শাহজাহান কবির, গোপালগঞ্জ জেলার আহ্বায়ক জনাব ধরানাথ রায়, পদ্মা সেতু দক্ষিণ থানার আহ্বায়ক জনাব ঢালী আব্দুস সালাম, কোটালীপাড়া থানার সমন্বয়কারী জনাব রুহুল আমিন, ভাঙ্গা থানার সমন্বয়কারী জনাব সামচুল আলম, নগরকান্দা থানার সমন্বয়কারী জনাব মোস্তাফিজুর রহমান রনি, আলফাডাঙ্গা থানার সদস্য জনাবা নাজমা রসিদ এবং যুগ্ম সদস্য সচিব জনাব ওহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগের আহ্বায়ক জনাব মো. ফরহাদুল ইসলাম (ডেসটিনি ফরহাদ)।
উপস্থাপনা করেন ফরিদপুর বিভাগের যুগ্ম সদস্য সচিব জনাব দেবাশীষ দাস বাপ্পি এবং ফরিদপুর জেলার যুগ্ম সদস্য সচিব জনাব খন্দকার কামাল হোসেন পলাশ।
সমাবেশে বক্তারা ডেসটিনি ২০০০ লিমিটেডের চলমান কার্যক্রম, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং সংগঠনের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে এক অনাড়ম্বর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
What's Your Reaction?






