কাউখালীতে কালিগঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালীতে কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাধারণ মানুষের উদ্যোগে কালিগঙ্গা নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে এলাকাবাসী অভিযোগ করেন, ইজারাদাররা নির্ধারিত স্থান ছাড়াও নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করছে। এতে ভাঙনের ফলে বসতভিটা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইউনিয়নটির অস্তিত্বই আজ হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ। এ সময় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সদস্য ফিরোজ খান, মোহাম্মদ আল-আমিন, সোনালী রানী, শাহানা বেগম, বিএনপি নেতা নজীর হোসেন, সিরাজ হোসেন, আব্দুর রব, ছাত্রনেতা আল আমিনসহ স্থানীয় গণ্যমান্যরা।
বক্তারা বলেন, সরকারের নজরদারির অভাবে কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এভাবে চলতে থাকলে পুরো ইউনিয়ন মানচিত্র থেকে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। অবিলম্বে নদীর পার থেকে বালু উত্তোলন বন্ধ করে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে এলাকাবাসী, নারী-পুরুষসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন।
What's Your Reaction?






