ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত: আলীকদম চ্যাম্পিয়ন দলকে বান্দরবান সেনা রিজিয়নের বিশেষ সম্মাননা

আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 29, 2025 - 15:24
 0  3
ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত: আলীকদম চ্যাম্পিয়ন দলকে বান্দরবান সেনা রিজিয়নের বিশেষ সম্মাননা

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সফল সমাপ্তির পর, টুর্নামেন্টের বিজয়ীদের সম্মান জানাতে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আলীকদম উপজেলাকে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য এক লক্ষ টাকা পুরস্কার এবং একটি বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এই পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি এলাকার ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। আয়োজকদের মতে, শুধুমাত্র টুর্নামেন্ট আয়োজন করাই তাদের লক্ষ্য নয়, বরং স্থানীয় ক্রীড়া প্রতিভাগুলোকে উৎসাহিত করাও গুরুত্বপূর্ণ।

আলীকদম উপজেলা দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা এই সম্মাননায় গভীরভাবে আনন্দিত। স্থানীয় ক্রীড়া বিশ্লেষকদের মতে, নগদ অর্থ পুরস্কার এবং সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন সংবর্ধনা খেলোয়াড়দের মনোবলকে বহুগুণে বৃদ্ধি করবে।

আলীকদম দলের একজন খেলোয়াড় মন্তব্য করেন, "এই পুরস্কার শুধু টাকার অংক নয়, এটা আমাদের পরিশ্রমের স্বীকৃতি। সেনা রিজিয়নের এই উদ্যোগ আমাদের আরও ভালো খেলার প্রেরণা দেবে।"

ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেছেন যে আয়োজকদের এই পদক্ষেপ ভবিষ্যতে তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি আরও আগ্রহী করে তুলবে। এমন স্বীকৃতি স্থানীয় পর্যায়ে ফুটবলের মানোন্নয়নেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সেনা রিজিয়ন কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রমাণ করে যে তারা কেবল আইনশৃঙ্খলা রক্ষা নয়, বরং খেলাধুলা ও যুব উন্নয়নেও আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এই অঞ্চলের ক্রীড়া ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে নিজেদের স্থান আরও মজবুত করল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow