আত্রাইয়ে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Sep 27, 2025 - 12:01
 0  4
আত্রাইয়ে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নওগাঁর আত্রাইয়ে আনন্দমুখর পরিবেশে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট-পতিসর, বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক গান্ধী আশ্রমে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মো. হারুন অর রশীদ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, বিশিষ্ট গবেষক প্রফেসর ডক্টর মোঃ মতিউর রহমানের শতাধিক গ্রন্থের মোড়ক উন্মোচন। রবীন্দ্র গবেষণায় তার এই বিপুল সৃষ্টিকর্ম উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়ায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. মতিউর রহমান। তিনি তার বক্তব্যে রবীন্দ্র গবেষণার গুরুত্ব এবং ইনস্টিটিউটের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধান অতিথির ভাষণে প্রফেসর ড. মো. হারুন অর রশীদ, আত্রাইয়ের মতো ঐতিহাসিক স্থানে রবীন্দ্র গবেষণা চর্চার প্রসারে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক ভোরের কাগজের আত্রাই উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিককে সম্মানিত করা হয়। এছাড়াও প্রবন্ধ ও গবেষণায় রবি বাঙালি ও হাসমত আলী, নাটকে শবনব মোস্তাক রাজু এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনিরুজ্জামান মনিরকে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানকে আরও মহিমান্বিত করে তোলে। অংশগ্রহণকারী সকলের মাঝে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক ব্যাগ বিতরণ করা হয়। ঐতিহাসিক গান্ধী আশ্রমের স্নিগ্ধ পরিবেশে রবীন্দ্র ভাবধারার এই মিলনমেলা এলাকার সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow