নোয়াখালীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Sep 23, 2025 - 16:29
 0  5
নোয়াখালীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়। জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় সভাটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি। জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তানভীর মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল মাসউদ এবং গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন।

ওরিয়েন্টেশন সভায় বক্তারা জানান, আগামী ১২ অক্টোবর থেকে নোয়াখালী জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভায় একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। ১৮ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। কর্মসূচির প্রথম ১০ দিন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। এই বিশেষ ক্যাম্পেইন সফলভাবে শেষ হওয়ার পর টাইফয়েডের টিকা নিয়মিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে বলেও সভায় জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow