খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ
Dec 30, 2025 - 17:07
 0  1
খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা শোক প্রকাশ করেছে। তবে কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের বিষয়টি। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে তিনি আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসছেন।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র নিশ্চিত করেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় সশরীরে উপস্থিত থাকতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, “খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন।” তিনি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও পৃথক বার্তায় শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকবইয়ে স্বাক্ষর করেন।

প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, “দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” মোদি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টিও স্মরণ করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক জানিয়ে পোস্ট দিয়েছেন। এছাড়া ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বিকেলে গুলশানে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে উল্লেখ করেছে, খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং শোকবইয়ে স্বাক্ষর করেন। এছাড়া যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সুইডেন, নেদারল্যান্ডস ও ইরান দূতাবাসের প্রতিনিধিরাও গুলশানে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খোলা শোকবইয়ে স্বাক্ষর করতে আজ দুপুর থেকেই ভিড় করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। আগামীকাল জানাজায় বিদেশি কূটনীতিকদের উপস্থিতি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow