বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান,২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 26, 2025 - 18:26
 0  4
বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান,২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার

‎ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের মামুন মোল্যার বাড়ি থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। 

‎অভিযানের সময় মামুন মোল্যার ঘরের আলমারির ভেতর থেকে ১১ প্যাকেটে রাখা ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে জানা গেছে।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই মামুন মোল্যা পালিয়ে যায়। বর্তমানে সে পলাতক রয়েছে।


‎এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ধুলজোড়া গ্রামের মামুন মোল্যার বাড়ি থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। অভিযানের সময় আসামি মামুন মোল্যা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

‎পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow