আত্রাইয়ে রাতের অন্ধকারে জোরপূর্বক প্রাচীর নির্মাণের অভিযোগ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Nov 20, 2025 - 22:45
 0  3
আত্রাইয়ে রাতের অন্ধকারে জোরপূর্বক প্রাচীর নির্মাণের অভিযোগ

নওগাঁর আত্রাই উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে গভীর রাতে জোরপূর্বক বেড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। ভূক্তভোগী মো. রেজাউল করিম টিপু (৪২) এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তফসিলভুক্ত পৈতৃক সম্পত্তিটি দীর্ঘদিন ধরে তিনি বৈধভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু বিবাদী পক্ষ—মো. রফিকুল ইসলাম, মো. রহিদুল ইসলাম, মো. মইদুল ইসলাম, মো. মশিদুল, মো. ইমরানসহ আরও অজ্ঞাত কয়েকজন—দীর্ঘদিন ধরে উক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।

তিনি জানান, গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে বিবাদীগণ বেআইনিভাবে তার জমিতে প্রবেশ করে বাঁধ ও প্রাচীর নির্মাণ শুরু করেন। পরদিন সকাল প্রায় ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালাগাল, শারীরিক হামলার চেষ্টা এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করেন। জমিটি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও বিবাদীরা আইনকে উপেক্ষা করে এ কাজ করেছেন বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগকারী আরও জানান, ঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। ঘটনার ব্যাপারে স্থানীয় একাধিক ব্যক্তি সাক্ষ্য দিতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি আদালতেও বিচারাধীন। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রথম দায়িত্ব। তদন্ত শেষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি দখল বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকেই দেওয়া হবে না।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow