এবার মিরপুরে দূর্বৃত্তদের হামলায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদকঃ
Nov 12, 2025 - 16:44
 0  2
এবার মিরপুরে দূর্বৃত্তদের হামলায় বাসে আগুন

মিরপুর (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দূর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন মোটরসাইকেলে এসে শতাব্দী পরিবহণ নামে একটি বাসে আগুন ছুঁড়ে পালিয়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। ঘটনাস্থলেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা আমাদের টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

এর আগে একই দিনে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, উত্তরার জসীম উদ্দীন রোডে হায়েস মাইক্রোবাসের ইঞ্জিন ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কেউ আহত হয়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। এ আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow