ফরিদপুর-৪: ভোটারদের সরাসরি মতামত জানাতে ‘Hello Babul’ কার্যক্রম শুরু
ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন-ভাঙ্গা) আসনের প্রার্থী শহীদুল ইসলাম বাবুল ভোটারদের সরাসরি মতামত জানার জন্য নতুন এক উদ্যোগ নিয়েছেন। ‘Hello Babul’ শিরোনামের এই কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসী তাদের চাওয়া, প্রত্যাশা ও অভিযোগ সরাসরি তার কাছে পৌঁছে দিতে পারবেন।
শহীদুল ইসলাম বাবুল জানিয়েছেন, প্রতিদিন প্রাপ্ত বার্তা থেকে তিনি তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অভিযোগ বা প্রত্যাশা বাছাই করবেন এবং তিনজন ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি ভোটারদের নিকট আরও নিকটতম হতে চান এবং তাদের সমস্যার সমাধানে অবিলম্বে মনোযোগ দিতে চান।
তিনি আরও জানিয়েছেন, এই কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তার ব্যক্তিগত ফেসবুক আইডি Md Shohidul Islam Babul এবং ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে জানা যাবে।
শহীদুল ইসলাম বাবুল বলেন, “আমার লক্ষ্য আমাদের ফরিদপুর-৪ আসনের মানুষদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। ভোটাররা যেকোনো সময় তাদের মতামত ও সমস্যার কথা জানাতে পারবেন। আমি নিজে তা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করব।”
‘Hello Babul’ কার্যক্রমটি ভোটার ও প্রার্থীর মধ্যে সরাসরি সংলাপের একটি নতুন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করবে বলে মনে করা হচ্ছে।
What's Your Reaction?
নিউজ ডেস্কঃ