নোয়াবাদী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা ছায়েদা পারভীনের বিদায় ও নতুন ভবন উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোসাম্মৎ ছায়েদা পারভীনের বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান। সহকারী শিক্ষক ছতরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ জিল্লুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব স্বর্ণজিৎ দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট মো. নাজমুল হক খন্দকার, বিদ্যালয়ের জমিদাতা মো. আতাউর রহমান চৌধুরী, সিংগারবিল ইউনিয়ন পরিষদের টানা পাঁচবার নির্বাচিত সদস্য জনাব মামুন চৌধুরী (নোয়াবাদী), এবং সাবেক সিনিয়র অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক, এস. এম. ইকতিয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ বকুল বেগম, সহকারী শিক্ষক মো. জসীম উদ্দিন, মহিমা আক্তার ও সুরাইয়া আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশ থেকে উৎসাহ ও সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানের সফল আয়োজন ও বাস্তবায়নে অবদান রাখেন প্রাক্তন শিক্ষার্থী মো. আপন, মো. আরিফ, মো. রাজীব, কিশোর, অপু, রতন, আমজাদ, রাফী, রনী, আনোয়ার, আমিনুল, ইমন, রকী, জুনায়েদ, রুবেল, আব্বাস, অহিদুল, রাসেল, স্বাধীন, আশরাফুল ও আরিফ (কালা মিয়া) প্রমুখ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?






