হুংকার-ভয়ভীতি দেখিয়ে নির্বাচন পেছানো যাবে না: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 15, 2025 - 23:40
 0  2
হুংকার-ভয়ভীতি দেখিয়ে নির্বাচন পেছানো যাবে না: মীর সরফত আলী সপু

হুংকার দিয়ে বা ভয়ভীতি দেখিয়ে জাতীয় নির্বাচন পেছানো যাবে না, কারণ জনগণ এখন ভোট ও নির্বাচনের পক্ষে এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান ঈদগাহ মাঠে রশুনিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, ড. ইউনুস সাহেব একজন বিচক্ষণ মানুষ। তিনি জাতিসংঘসহ সারা বিশ্বের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন- আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মূলত ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল। তবে একটি গোষ্ঠীর অনুরোধে আমরা ফেব্রুয়ারিতে সম্মত হয়েছি। এখন আবার নির্বাচন পেছানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

কর্মশালায় সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ওয়াসিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, উপজেলা মহিলা দলের আহবায়ক হোসনেয়ারা খান শিখা, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহবায়ক আলবিনা রফিক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব রাকিব মোল্লা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow