নির্বাচন সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শামা ওবায়েদের

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
Oct 14, 2025 - 13:26
Oct 14, 2025 - 13:34
 0  6
নির্বাচন সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শামা ওবায়েদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। দেশের বর্তমান পরিস্থিতিকে "সংকটময়" অভিহিত করে তিনি সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় অবস্থিত ওবায়েদ মঞ্জিলে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নগরকান্দা পৌর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলোকে সুসংগঠিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানো মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শামা ওবায়েদ বলেন, "দেশের এই সংকটময় সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরকে শক্তিশালী করতে হবে এবং আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে হবে।"

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব আলী মিয়া ও আলমগীর হোসেন বকুল। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারা মোল্লা, জাজরিস মাতুব্বর, পৌর বিএনপির সাবেক সভাপতি আজাদ মিয়া, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলান, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদ, যুবনেতা রবিউল ইসলাম বাবু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে শামা ওবায়েদ উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow