সুষ্ঠু নির্বাচন দিতে সরকার ব্যর্থ, চাই পিআর পদ্ধতির নির্বাচন

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
Aug 21, 2025 - 16:20
 0  5
সুষ্ঠু নির্বাচন দিতে সরকার ব্যর্থ, চাই পিআর পদ্ধতির নির্বাচন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ (কালকিনি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী (হাত পাখা) মাওলানা আজিজুল হক বলেছেন, "বর্তমান সরকার দেশে একটিও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেনি এবং জনগণের আমানত রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা ভবিষ্যতে এমন নির্বাচন চাই না।"

বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলা সদরে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আজিজুল হক আরও বলেন, "আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন চাই, যেখানে জনগণ নির্ভয়ে তাদের পছন্দের যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারবে এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে।" তিনি তার বক্তব্যে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তামীম হুসাইনের সঞ্চালনায় এই সভায় আরও উপস্থিত ছিলেন দলের উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান সুমন, সহ-সভাপতি কেরামত আলী হাওলাদার, পৌর শাখার সভাপতি মুহাম্মাদ লুৎফর রহমান মুন্সি, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মুহাম্মাদ নাঈম ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরাফাত হোসেন সহ উপজেলা, পৌর ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে প্রার্থীর নির্বাচনী ভাবনা ও পরিকল্পনা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow