সিরাজদিখানে নিজ ঘর থেকে বৃদ্ধের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়ি থেকে আমির শেখ (৭০) নামে এক বৃদ্ধের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আবিরপাড়া গ্রামের নিজ দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের কোরবান আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের নিচতলায় বসবাসকারী ভাড়াটিয়া নাসিমা বেগম সকালে পানির মোটর চালু করতে গিয়ে আমির শেখকে ডাকতে দ্বিতীয় তলায় যান। তখন তিনি সিঁড়ির পাশে একটি কক্ষের মেঝেতে বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। তার মুখ, হাত ও পা বাঁধা ছিল। এরপর চিৎকার দিলে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।"
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহত আমির শেখ দীর্ঘদিন ধরে ভবনের দ্বিতীয় তলায় একাই বসবাস করতেন। তার চার মেয়ে, সবাই বিবাহিত। স্ত্রী ঢাকায় এক মেয়ের সঙ্গে থাকেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
What's Your Reaction?






