সালথায় গ্রাম্য দু-দলের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আহত ১৫

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
May 10, 2025 - 13:51
 0  4
সালথায় গ্রাম্য দু-দলের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আহত ১৫

আকিকার মাংস ভাগাভাগি নিয়ে ফরিদপুরের সালথায় গ্রাম্য দুই দলের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে ও শনিবার সকালে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাঙ্গারদিয়া গ্রামের নান্নু মেম্বারের সমর্থক উজ্জল মোল্যা ও জালাল মাতুব্বরের সমর্থক ফারুক মোল্যার মধ্যে আকিকার মাংস ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

এরই জের ধরে শনিবার সকালেও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের পুনরাবৃত্তি ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন ২৫-৩০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

সংঘর্ষে আহতদের মধ্যে আজিজুর (২৮), মিরাজ মোল্যা (৩৫), কামাল হোসেন (২৫), ছায়েম হোসেন (৩৫), সালাম সরদার (৪৭), রোকমান শেখ (৫৫), রেহেনা বেগম (৫০) ও সেতু আক্তার (২০) সহ মোট ১৫ জন আহত হন।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, "রাঙ্গারদিয়া গ্রামে আকিকার মাংস নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির জেরে শুক্রবার রাত ও শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।"

তিনি আরও বলেন, "এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow