র‌্যাব-৮ এর অভিযানে ধর্ষণকারী গ্রেপ্তার

মোঃ মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
May 17, 2025 - 17:27
 0  14
র‌্যাব-৮ এর অভিযানে ধর্ষণকারী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল সরকারি গুচ্ছগ্রামে ১৩ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সুমন সন্যামত (৩৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তাকে আগৈলঝাড়া থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে, গত ১৬ এপ্রিল দুপুরে ওই শিশু কন্যা ঘরে একাকি থাকাকালীন অভিযুক্ত সুমন জোরপূর্বক তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। ঘটনার সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সুমন নির্যাতিতাকে ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।

এ ঘটনায় ওইদিনই বিকেলে নির্যাতিতার মা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় সুমন সন্যামত ছিলো একমাত্র পলাতক আসামি।

অভিযুক্ত পশ্চিম সেরাল গ্রামের মতিউর রহমান সন্যামতের ছেলে এবং ঘটনাস্থলের সমীপবর্তী এলাকার স্থানীয় বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা গেছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে থানায় সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow