মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ আরোহী নিহত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 21, 2025 - 12:27
 0  8
মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ আরোহী নিহত

ভোরের আলো ফোটার আগেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পরিণত হলো মৃত্যুফাঁদে। মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে গেলে ঘটনাস্থলেই ঝরে যায় তিনটি তাজা প্রাণ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরও একজন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়া প্রান্ত থেকে একটি প্রাইভেটকার ঢাকায় ফিরছিল। গাড়িটি যখন দ্রুতগতিতে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকা পার হচ্ছিল, ঠিক তখনই এর একটি চাকা বিকট শব্দে পাংচার হয়ে যায়। মুহূর্তে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং প্রাইভেটকারটি সজোরে সড়ক বিভাজনের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

এই ভয়াবহ দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর এবং তাকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা চলছে। তার শরীরজুড়ে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।

হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি বলেন, "ধারণা করা হচ্ছে, চাকা পাংচার হয়ে যাওয়ার কারণেই চালক নিয়ন্ত্রণ হারান এবং এই দুর্ঘটনা ঘটে।"

বর্তমানে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এই দুর্ঘটনা এক্সপ্রেসওয়ের নিরাপত্তা এবং যানবাহনের গতি নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow